প্রাইভেট কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)
স্ট্যাম্প ফি:
১। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এর জন্য : ১০০০ টাকা।
২। আর্টিকেল অব এসোসিয়েশনের জন্য :
| অনুমোদিত মূলধন (টাকা) | 
ফি(টাকা) | 
| ২০,০০,০০০ পর্যন্ত | 
৩,০০০ | 
| ২০,০০,০০০ এর অধিক থেকে ৬,০০,০০,০০০ পর্যন্ত | 
৮,০০০ | 
| ৬,০০,০০,০০০ এর অধিক | 
২০,০০০ | 
 
নিবন্ধন ফি:
১। ৬ টি ডকুমেন্ট ফাইল করার জন্য (৫টি ফর্ম এবং ১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশনের)- ৬ × প্রতি ডকুমেন্ট ৪০০ টাকা= ২৪০০ টাকা।
২। অনুমোদিত শেয়ার মূল্ধনের জন্য :
| অনুমোদিত মূলধন (টাকা) | 
ফি (টাকা) | 
| ২০,০০০ পর্যন্ত | 
শূন্য | 
| ২০,০০০ এর অধিক থেকে ৫০,০০০ পর্যন্ত প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত | 
শূন্য | 
| ৫০,০০০ এর অধিক থেকে ১০,০০,০০০ পর্যন্ত প্রতি ১০০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত | 
শূন্য | 
| ১০,০০,০০০ এর অধিক থেকে ৫০,০০,০০০ পর্যন্ত প্রতি ১,০০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত | 
৫০ | 
| ৫০,০০,০০০ এর অধিক প্রতি ১,০০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত | 
৮০ | 
 
৩। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফি  = শূন্য ।
 
 
 
পাবলিক কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)
স্ট্যাম্প ফি :
১। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন সংযোজন= ১০০০ টাকা।
২। আর্টিকেল অব এসোসিইয়েশন সংযোজন :
| অনুমোদিত মূলধন (টাকা)  | 
ফি (টাকা) | 
| ২০,০০,০০০ পর্যন্ত | 
৪,০০০ | 
| ২০,০০,০০০ থেকে ৬,০০,০০,০০০ পর্যন্ত | 
৮,০০০ | 
| ৬,০০,০০,০০০ এর অধিক | 
২০,০০০ | 
 
নিবন্ধন ফি :
১। ৮ বা ৯টি ডকুমেন্ট ফাইল করার জন্য (৭ বা ৮টি ফর্ম এবং ১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশন)- প্রতি ডকুমেন্ট ৪০০ টাকা করে মোট ৩২০০ বা ৩৬০০ টাকা।
২। অনুমোদিত মূলধনের জন্য :
| অনুমোদিত মূলধন (টাকা) | 
ফি (টাকা) | 
| ২০,০০০ পর্যন্ত | 
শূন্য | 
| ২০,০০০ এর অধিক থেকে ৫০,০০০ পর্যন্ত প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত | 
শূন্য | 
| ৫০,০০০ এর অধিক থেকে ১০,০০,০০০ পর্যন্ত প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত | 
শূন্য | 
| ১০,০০,০০০ এর অধিক থেকে ৫০,০০,০০০ পর্যন্ত প্রতি ১,০০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত | 
৫০ | 
| ৫০,০০০০০ এর অধিক প্রতি ১,০০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত | 
৮০ | 
 
৩। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফি  = শূন্য।
 
 
 
বিদেশি কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)
১। ৬ টি ডকুমেন্ট ফাইল করার জন্য (১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশন ৪০০ টাকা এবং অন্যন্য ৫টি ডকুমেন্ট ৪০০ টাকা করে)= ২৪০০ টাকা।
২। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন ও আর্টিকেল অব এসোসিয়েশনের জন্য = ২০০০ টাকা।
 
 
 
ট্রেড অর্গানাইজেশন (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)
স্ট্যাম্প ফি :
১। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন সংযোজন : ১০০০ টাকা।
২। আর্টিকেল অব এসোসিয়েশন সংযোজন: ২০০০ টাকা।
 
বিঃদ্রঃ মেমোরেন্ডাম অব এসোসিয়েশন, আর্টিকেল অব এসোসিয়েশন ও পরিচালকবৃন্দের তালিকার অনুলিপি সরবরাহ বাবদ আরো ১৫০ টাকা প্রযোজ্য হবে।
 
নিবন্ধন ফি :
১। ৬টি ডকুমেন্ট ফাইল করার জন্য (৫টি ফরম প্রতিটি ২০০ টাকা করে এবং ১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশন ৬০০ টাকা)= ১৬০০ টাকা।
২। সংস্থার সদস্য সংখ্যার জন্য :
| ২০ জন পর্যন্ত | 
১০০০ টাকা | 
| ২০ থেকে ১০০ জন পর্যন্ত | 
২৫০০ টাকা | 
| ১০০ জনের অধিক প্রতি ১০০ জন বা এর এর অংশের জন্য | 
৩০০ টাকা | 
| অসীম সংখ্যক সদস্য | 
৭৫০০ টাকা | 
 
৩। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফি  = শূন্য।
 
 
সমিতি (সোসাইটি) (সোসাইটি নিবন্ধন আইন, ১৮৬০ অনুযায়ী)
১। নিবন্ধন ফি : ১০,০০০ টাকা।
২। নিবন্ধন ফাইলিং ফি : ৪০০ টাকা।
৩। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফি  = ১০০০ টাকা।
 
 
 
পার্টনারশিপ ফার্ম (পার্টনারশিপ আইন, ১৯৩২ অনুযায়ী)
১। নিবন্ধন ফি : ১০০০ টাকা।
২। নিবন্ধন ফাইলিং ফি : ৪০০ টাকা।
৩। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফি  = শূন্য।