Joint Stock Registration (RJSC)

নামের ছাড়পত্র

  1. কোন প্রতিষ্ঠান নিবন্ধনের এটি হলো প্রথম ধাপ। যে প্রতিষ্ঠানের নিবন্ধন করতে হবে সেই প্রতিষ্ঠানের প্রস্তাবিত নামে পূর্বে কোন প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে কিনা তা খুজে দেখাই এর উদ্দেশ্য, যাতে কিনা একই নামে একাধিক প্রতিষ্ঠানের নিবন্ধন না হয়। নামের ছাড়পত্র হলো প্রতিষ্ঠান নিবন্ধনের একটি অপরিহার্য ডকুমেন্ট।
  2. উদ্যোক্তাগণকে নতুন কোন প্রতিষ্ঠানের (বিদেশি কোম্পানির লিয়াজোঁ অফিস এবং ব্রাঞ্চ অফিস ব্যতীত) নিবন্ধনের পূর্বে ঐ প্রতিষ্ঠানের নামের ছাড়পত্র নিতে আরজেএসসি বরাবর আবেদন করতে হয়।
  3. ওয়েবসাইটের মাধ্যমে(লিংক http://app.roc.gov.bd:7781) নির্ধারিত আরজেএসসি অফিসে ছাড়পত্র আবেদন পাঠাতে হয়।
  4. আবেদনপত্রটি আরজেএসসি’র নিবন্ধক বরাবর পাঠাতে হয়।
  5. নামের ছাড়পত্রের জন্য নির্ধারিত ফি নির্ধারিত ব্যাংক এ জমা দিতে হয়।
  6. ছাড়পত্র আবেদন ও নির্ধারিত ফি পাওয়ার পর ইতোমধ্যে নিবন্ধিত, ছাড়পত্রপ্রাপ্ত বা আবেদনকৃত কোন নামের সাথে মিলে না যায় বা অনুরূপ না হয় এমন শর্ত বিবেচনায় আরজেএসসি প্রস্তাবিত নামসমূহের মধ্য থেকে যেকোনো একটি নামের জন্য ছাড়পত্র প্রদান করে।
  7. নামের ছাড়পত্রটি ৩০দিন ( সোসাইটি ১৮০ দিন) পর্যন্ত বহাল থাকে। এর মধ্যেই নিবন্ধনের জন্য আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমা দিতে হয়। অন্যথায় নামের ছাড়পত্রটি বাতিল হয়ে যায়।

নিবন্ধন ফি

 

প্রাইভেট কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

স্ট্যাম্প ফি:

১। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এর জন্য : ১০০০ টাকা।

২। আর্টিকেল অব এসোসিয়েশনের জন্য :

অনুমোদিত মূলধন (টাকা) ফি(টাকা)
২০,০০,০০০ পর্যন্ত ৩,০০০
২০,০০,০০০ এর অধিক থেকে ৬,০০,০০,০০০ পর্যন্ত ৮,০০০
৬,০০,০০,০০০ এর অধিক ২০,০০০

 

নিবন্ধন ফি:

১। ৬ টি ডকুমেন্ট ফাইল করার জন্য (৫টি ফর্ম এবং ১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশনের)- ৬ × প্রতি ডকুমেন্ট ৪০০ টাকা= ২৪০০ টাকা।

২। অনুমোদিত শেয়ার মূল্ধনের জন্য :

অনুমোদিত মূলধন (টাকা) ফি (টাকা)
২০,০০০ পর্যন্ত শূন্য
২০,০০০ এর অধিক থেকে ৫০,০০০ পর্যন্ত প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত শূন্য
৫০,০০০ এর অধিক থেকে ১০,০০,০০০ পর্যন্ত প্রতি ১০০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত শূন্য
১০,০০,০০০ এর অধিক থেকে ৫০,০০,০০০ পর্যন্ত প্রতি ১,০০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত ৫০
৫০,০০,০০০ এর অধিক প্রতি ১,০০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত ৮০

 

৩। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফি  = শূন্য ।

 

 

 

পাবলিক কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

স্ট্যাম্প ফি :

১। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন সংযোজন= ১০০০ টাকা।

২। আর্টিকেল অব এসোসিইয়েশন সংযোজন :

অনুমোদিত মূলধন (টাকা)  ফি (টাকা)
২০,০০,০০০ পর্যন্ত ৪,০০০
২০,০০,০০০ থেকে ৬,০০,০০,০০০ পর্যন্ত ৮,০০০
৬,০০,০০,০০০ এর অধিক ২০,০০০

 

নিবন্ধন ফি :

১। ৮ বা ৯টি ডকুমেন্ট ফাইল করার জন্য (৭ বা ৮টি ফর্ম এবং ১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশন)- প্রতি ডকুমেন্ট ৪০০ টাকা করে মোট ৩২০০ বা ৩৬০০ টাকা।

২। অনুমোদিত মূলধনের জন্য :

অনুমোদিত মূলধন (টাকা) ফি (টাকা)
২০,০০০ পর্যন্ত শূন্য
২০,০০০ এর অধিক থেকে ৫০,০০০ পর্যন্ত প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত শূন্য
৫০,০০০ এর অধিক থেকে ১০,০০,০০০ পর্যন্ত প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত শূন্য
১০,০০,০০০ এর অধিক থেকে ৫০,০০,০০০ পর্যন্ত প্রতি ১,০০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত ৫০
৫০,০০০০০ এর অধিক প্রতি ১,০০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত ৮০

 

৩। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফি  = শূন্য।

 

 

 

বিদেশি কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

১। ৬ টি ডকুমেন্ট ফাইল করার জন্য (১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশন ৪০০ টাকা এবং অন্যন্য ৫টি ডকুমেন্ট ৪০০ টাকা করে)= ২৪০০ টাকা।

২। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন ও আর্টিকেল অব এসোসিয়েশনের জন্য = ২০০০ টাকা।

 

 

 

ট্রেড অর্গানাইজেশন (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

স্ট্যাম্প ফি :

১। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন সংযোজন : ১০০০ টাকা।

২। আর্টিকেল অব এসোসিয়েশন সংযোজন: ২০০০ টাকা।

 

বিঃদ্রঃ মেমোরেন্ডাম অব এসোসিয়েশন, আর্টিকেল অব এসোসিয়েশন ও পরিচালকবৃন্দের তালিকার অনুলিপি সরবরাহ বাবদ আরো ১৫০ টাকা প্রযোজ্য হবে।

 

নিবন্ধন ফি :

১। ৬টি ডকুমেন্ট ফাইল করার জন্য (৫টি ফরম প্রতিটি ২০০ টাকা করে এবং ১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশন ৬০০ টাকা)= ১৬০০ টাকা।

২। সংস্থার সদস্য সংখ্যার জন্য :

২০ জন পর্যন্ত ১০০০ টাকা
২০ থেকে ১০০ জন পর্যন্ত ২৫০০ টাকা
১০০ জনের অধিক প্রতি ১০০ জন বা এর এর অংশের জন্য ৩০০ টাকা
অসীম সংখ্যক সদস্য ৭৫০০ টাকা

 

৩। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফি  = শূন্য।

 

 

সমিতি (সোসাইটি) (সোসাইটি নিবন্ধন আইন, ১৮৬০ অনুযায়ী)

১। নিবন্ধন ফি : ১০,০০০ টাকা।

২। নিবন্ধন ফাইলিং ফি : ৪০০ টাকা।

৩। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফি  = ১০০০ টাকা।

 

 

 

পার্টনারশিপ ফার্ম (পার্টনারশিপ আইন, ১৯৩২ অনুযায়ী)

১। নিবন্ধন ফি : ১০০০ টাকা।

২। নিবন্ধন ফাইলিং ফি : ৪০০ টাকা।

৩। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফি  = শূন্য।

রিটার্ন ফাইলিংয়ের জন্য ফি

প্রাইভেট ও পাবলিক কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

ক) রিটার্ন ফাইলিং

  1. নির্ধারিত সময়ের মধ্যে কোনো ডকুমেন্ট ফাইলিং করতে ডকুমেন্ট ২০০ টাকা।
  2. ৩ বছর পর্যন্ত বিলম্বের ক্ষেত্রে প্রতিবছর বা উহার অংশবিশেষের জন্য ফিস ৫০০ টাকা।
  3. ৩ বছরের ঊর্ধ্বের ক্ষেত্রে প্রতি বছরের জন্য ফিস ৭০০ টাকা।

খ) বন্ধক, ঋণস্বীকারপত্র ও চার্জসমূহ-

জামানতের পরিমাণ (টাকা) ফি (টাকা)
৫,০০,০০০ পর্যন্ত ২৫০
৫,০০,০০০ এর অধিক থেকে ৫০,০০,০০০ পর্যন্ত প্রতি ৫,০০,০০০ বার তার অংশের জন্য অতিরিক্ত ২০০
৫০,০০,০০০ এর অধিক প্রতি ৫,০০,০০০ বা তার অংশের জন্য অতিরিক্ত ১০০

 

গ) বন্ধক ও চার্জের নিবন্ধন বহি পরিদর্শনের ফি = ২০০ টাকা।

ঘ) রিসিভার নিয়োগ নিবন্ধনের ফি = ৪০০ টাকা।

 

বিদেশি কোম্পানি
ক) রিটার্ন ফাইলিং

  1. নির্ধারিত সময়ের মধ্যে কোনো ডকুমেন্ট ফাইলিং করতে ডকুমেন্ট ৪০০ টাকা।
  2. বিলম্ব ফি নির্ধারিত সময়ের পর থেকে প্রতিদিন ২ টাকা করে (প্রতি ডকুমেন্টে ১০০০ টাকার বেশি না)।

খ) বন্ধক, ঋণস্বীকারপত্র ও চার্জসমূহ-

জামানতের পরিমাণ (টাকা) ফি (টাকা)
৫,০০,০০০ পর্যন্ত ৩০০
৫,০০,০০০ এর অধিক থেকে ৫০,০০,০০০ পর্যন্ত প্রতি ৫,০০,০০০ বার তার অংশের জন্য অতিরিক্ত ২০০
৫০,০০,০০০ এর অধিক প্রতি ৫,০০,০০০ বা তার অংশের জন্য অতিরিক্ত ১০০

 

গ) বন্ধক ও চার্জের নিবন্ধন বহি পরিদর্শনের ফি = ২০০ টাকা।

ঘ) রিসিভার নিয়োগ নিবন্ধনের ফি = ৪০০ টাকা।

 

ট্রেড অর্গানাইজেশন (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)

ক) রিটার্ন ফাইলিং

  1. নির্ধারিত সময়ের মধ্যে কোনো ডকুমেন্ট ফাইলিং করতে ডকুমেন্ট ২০০ টাকা।
  2. ৩ বছর পর্যন্ত বিলম্বের ক্ষেত্রে প্রতিবছর বা উহার অংশবিশেষের জন্য ফিস ৫০০ টাকা।
  3. ৩ বছরের ঊর্ধ্বের ক্ষেত্রে প্রতি বছরের জন্য ফিস ৭০০ টাকা।

খ) বন্ধক, ঋণস্বীকারপত্র ও চার্জসমূহ-

জামানতের পরিমাণ (টাকা) ফি (টাকা)
৫,০০,০০০ পর্যন্ত ৩০০
৫,০০,০০০ এর অধিক থেকে ৫০,০০,০০০ পর্যন্ত প্রতি ৫,০০,০০০ বার তার অংশের জন্য অতিরিক্ত ২০০
৫০,০০,০০০ এর অধিক প্রতি ৫,০০,০০০ বা তার অংশের জন্য অতিরিক্ত ১০০

 

সমিতি (সোসাইটি)

  1. কোনো ডকুমেন্ট ফাইলিং করতে ডকুমেন্ট প্রতি ৪০০ টাকা।

পার্টনারশিপ ফার্ম

  1. ফরম II, V বা VI ফাইল করতে প্রতিটির জন্য ৪০০ টাকা করে।

প্রত্যায়িত অনুলিপির (সার্টিফাইড কপি) জন্য ফি

প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি, বিদেশি কোম্পানি, ট্রেড অর্গানাইজেশন, সোসাইটি ও পার্টনারশিপ ফার্মঃ 

ক) ষ্ট্যাম্প ফি-

  1. মেমোরেন্ডাম অব এসোসিয়েশন = ৫০ টাকা।
  2. আর্টিকেলব এসোসিয়েশন = ৫০ টাকা।
  3. অন্য যেকোনো ডকুমেন্ট = ৫০ টাকা।

খ) কোর্ট ফি(ষ্ট্যাম্প)-

প্রতি কোম্পানির প্রতি আবেদন = ২০ টাকা।

গ) অন্যান্য ফি-

  1. রেকর্ড পরিদর্শনের জন্য = ২০০ টাকা।
  2. নিয়মিতকরণ প্রত্য্য়ন পত্রের অনুলিপির জন্য ফি = ২০০ টাকা।
  3. ব্যবসা আরম্ভের সার্টিফিকেটের অনুলিপি= ২০০ টাকা।
  4. কোনো ডকুমেন্টের প্রতি ১০০ শব্দের বা তার খন্ডিত অংশের অনুলিপি= ১০ টাকা (সর্বনিম্ন ২০০টাকা প্রদানের শর্তে)।
  5. কোনো ডকুমেন্টের প্রতি ১০০ শব্দের বা তার খন্ডিত অংশের যাচাই= ১০ টাকা (সর্বনিম্ন ২০০ টাকা প্রদানের শর্তে)।

উইন্ডিং আপের জন্য ফি

 

১। উইন্ডিং আপের জন্যে প্রয়োজনীয় বা অনুমোদিত কোন ডকুমেন্ট দাখিলের জন্যে ডকুমেন্ট প্রতি ফি = ৪০০ টাকা।